বৈশাখের ঐ বিকেল বেলায়
আকাশ হয়ে অন্ধকার,
চারিদিকে ছোটাছুটি,
রাখাল বালক বাড়ি ফিরে
নিয়ে গরুর পাল।
একটু পরেই আসবে তুফান
উড়িয়ে নিয়ে যাবে আমার
ছোট্ট কুঁড়েঘর।
মাঝ নদীতে মাঝি এখন
বিপদ বড় তার,
ডুবে যাবে ছোট্ট তরী
কি হবে আমার।
পাড়ে ভিরাও ও মাঝি ভাই
ফিরতে হবে ঘরে,
ঘরে আমার ছোট্ট সোনা
দেখবে কি আর পরে।
যানিনা আমি কি হবে আমার
যদি মরে যাই,
বিদায় বেলায় ছোট্ট সোনার
মুখটা দেখতে চাই।