সূর্যটা উকি দিতে
কেন হয় দেরি,
বিশাল আকাশটাকে
দিতে হয় পাড়ি।
শীতের কুয়াশায়
ঢেকে গেছে মাঠ,
চারিদিক কোলাহল
দুঃখের ললাট।
খেয়া ঘাটে যায় মাঝি
বৈঠা লয়ে হাতে,
একা মাঝি দিশেহারা
কেউ যায়নি সাথে।
কূলহারা মাঝি এখন
নীল দরিয়ার পানে,
দুর পানে যেদিক চায়
মরিচিকার টানে।