রাএি তখন মাঝ পথে
থমকে দারালো
ঘুমন্ত মানুষের ওপর
হামলা চালালো।
এক এক করে পাক হানাদার
মানুষ মেরে যায়,
বাংলার মাটি রক্তে ভিজে
বন্যা হয়ে যায়।
হাজার হাজার মা বোনের
ইজ্জত নিয়েছে লুটে,
পিপঁড়ের মত মানুষ যাচ্ছে
এদিক ওদিক ছুটে।
এমন করে কদিন চলবে
মানুষ হত্যার খেলা,
সেখ মুজিবের কথায় এবার
বসেছে মানুষের মেলা।
যার যার কাছে যা কিছু আছে
হাতে লয়ে তাই,
যুদ্ধ কর ওদের সাথে
বিজয় মোড়া চাই।
বীর বাঙালীর দল সব
মারলো ওদের কষে,
এদিক ওদিক ছুটে পালালো
কেউ রইলো না বসে।
এই বাংলার আকাশ বাতাসে
যোদ্ধারা বেচে রয়,
এক নদী রক্তের দামে
পেয়েছি মোরা জয়