জন্ম ওদের কোথায় তা
ওরা জানে না,
রাস্তাঘাটে ঘুমায়
ওদের নেই কোন মানা।
সারাদিন টোকায় ওরা
ডাস্টবিনের ঐ খাবার,
না পেলে না খেয়ে থাকে
নেইতো পানাহার।
যদি ওরা হাত পাতে
আমাদের কাছে,
আমরা বলি দূরে যা
লজ্জা কি তোর আছে।
ওদের যদি থাকতো
সামর্থ আমাদের মত,
ওদের বুকে থাকতোনা জমা
কষ্ট শত শত।
পেটের দায়ে যদি
ওরা চুরি করে কিছু,
আমরা কি ছাড়ি ওদের
ছুটি পিছু পিছু।
রেস্টুরেন্ট এ আমরা খাই
মোরগ পোলাও দই
কোন দিনও আমরা কি
ওদের কথা কই।
মানবতা ওদের কাছে
মেনে গেছে হার,
কষ্ট ওদের নিত্য সঈী
প্রতিদিনই খায় ওরা
চর, থাপ্পড়, মার।