অনেক রাতের ভোরে
চাঁদ টুকরো হয়ে ঝরে,
আর আকাশ আমার ঘরে।
আকাশ অামার অাকাশ
এই ভোরের বিছানাতে
রাত জাগা দুচোখ পেতে।
কিসের টানে কার ঘুম ভাংগে
কে ভাসে কার দরিয়ায়
কে দেয় খবর বুকের ভেতর
কতটা সুখ পুরে যায়।
চাঁদের আলোয় আকাশ
আর আমার এ দীর্ঘশ্বাস
এক সাথেই বাস করে।
খোলা জানালায়
দু চোখ ফেরায়
আমার রাত জাগা দিন,
ঘুম ভাংগানো, রাত জাগানো
এ ঘর স্বপ্ন রঈিন।