শীতের সকাল বেলা,
চারাদিক খোলামেলা,
ঘাসের উপর হালকা কুয়াসা,
মনে দেয় দোলা।
দূর পানে যেদিক চাই,
কিছু নাহি দেখতে পাই,
শুধু দেখি কুয়াসা ঘেরা
আমার সকাল বেলা।
সকাল সকাল যখন
ঘুম থেকে উঠি,
কুয়াসা গুলো হায়
করে ঘুনসুটি।
শীতের পিঠা আর
খেজুরের রস,
খেতে দিল মা তাই
বেশ হয়েছে জোস্।