তুমি কি সেই,
যার চোখে দেখি আমার
জীবন মরন।
তুমি কি সেই,
যে আমার রিদয়ের ভূবনে
বেধেঁ ছিল ছোট্ট ঘর,
আমার এ জীবনটাকে
করেছিল বিষাদ ভর।
তুমি কি সেই,
যে আমার নয়নের
অশ্রু ঝরাতে সারাবেলা,
ভালবাসার ছলনাতে
খেলেছো দারুন খেলা।
তুমি কি সেই,
যে বেধেঁছিল মনের
কোনায় ঘর,
কেমন করে করলে
আমায় এতটা পর।
তাইতো বলি তোমায়,
যেদিন হারিয়ে যাব
দূর অজানায়,,,,
সেদিন তুমি কোথাও
খুজে পাবেনা আমায়।