ছোট্ট বেলায় গেছিস মা তুই আমায় ছেড়ে একা,
দুঃখে ভরা জীবন আমার পাইনি সুখের দেখা।
আমায় ছেড়ে যেদিন গেলি নাম না জানার দেশে,
সেদিন হতে রাস্তাঘাটে রাত কাটাই কি বেশে।
তুই যদি দেখতি মাগো আমার এই কান্না,
বুক ফেটে মরতি আবার নয়নে বইতো বন্যা।
বাবা বরই আছে সুখে নতুন বধূ নিয়ে,
সৎ মায়ের কি জ্বালা মাগো দেখতি যদি চেয়ে।
ভাত দেয়না, রুটি দেয়না পেটে পরে লাথি,
সারাটি দিন না খেয়ে মা কেমন করে হাটি।
কি করে মা আমায় ছেড়ে পরপারে থাকিস,
আকাশ পানে চেয়ে থাকি যদি ফিরে আসিস।