বিদ্যা তাহার শূন্য প্রায়, কিছুই নাই নলেজে,
আটা মেখে, ময়দা মেখে যায় সে কলেজে।
এই সময়ে সুন্দর মেয়ে চেনা বড় দায়,
কোনটা আসল, কোনটা নকল চিনি কী উপায়।
পেত্নীরা হয় স্বর্গপরী গিয়ে তারা পার্লারে,
দেখেই আমার মাথা ঘুরায় এখন বুঝি জ্বালারে।
বিয়ে করলাম দেখে আমি সুন্দরী এক ললনা,
আটা,ময়দা,সুজি মেখে করলি কেন ছলনা।
ঠকালে ঠকিতে হয় বলছে জ্ঞানীলোকে,
একদিন তুই পরবি ধরা, দেখবি নিজের চোখে।
ঐ মেয়ে তোর বাড়ী কোথায়,কী তোর নাম,
তোর কারনে বেড়ে গেছে আটা ময়দার দাম।