হে প্রভু!
তুমি গড়েছো এই সুন্দর ধরণী
দিয়েছো মোদের প্রান,
তোমার দয়ায় বেঁচে আছি মোরা
করি তোমার জয়গান।
কত বৃক্ষ , কত তরুলতা
তুমি পাঠিয়েছো নিজ গুনে,
কত পাহাড়, কত ঝর্ণা
তোমার কথাই শোনে।
তুমি দয়াময় হে রহিম
কর মোদের ক্ষমা,
না জানি কত জানা অজানা গুনাহ
পরে গেছে তোমার কাছে জমা।
বান্দা তোমার ডাকে তোমায়
মনের দুয়ার খুলে,
সাড়া দাও তুমি সৃষ্টিকর্তা
গেছোকি মোদের ভুলে।
গুনাহর খাতা ভাড়ি হয়ে গেছে
বইতে পারি না,
যদি তুমি ক্ষমা না কর
সইতে পারি না।
তুমি দয়াময়,
ক্ষমা কর মোদের,
জান্নাত কর দান,
সারাদিনরাত তোমায় ভাবি
গাইযে তোমার গান।
"হে আল্লাহ তুমিই মহান"