চারিদিক ঘেড়া
নেই কোন স্বধীনতা!
দিঘীর পদ্ম গুলো ভাসে জলের শরীরে
জল আছে নেই জলের স্রোতধারা।
হংস গুলো বিকেল বেলায়
মনের আনন্দে করে খেলা,
জল কাঁদে, কেউ কি বোঝে তার
আর্তনাদের দুঃখের ভেলা।
ভেলাভাসে দিঘীর জলে
শামুক ভাসে পদ্মপাতায়,
কেবা জানে,কেবা বোঝে
কে কাকে হারায়।
হারায়ে খুজে দিঘীর জল
পদ্মার স্রোতধারা,
বন্ধী জীবন কাঁটায়ে কাঁটায়ে
হয়েছি দিশেহারা।
দিশেহারা মন খোজেনা এখন
স্বাধীনতার স্বাদ,
জলের শরীর শীতল হবে
হলে গভীর রাত।