চাঁদের আলোয় গাঁ ভিজিয়ে
মনের কোনে বাস,
মনের মাঝে চুপটি করে
ডুব দিয়ে তুই যাস।
ঘুম হারালো স্বপ্নে আমার
মন হারালো ভীড়ে,
মন হারালো, মন হারালো
সুরমা নদীর তীরে।
খুজে তারে পাচ্ছে নারে
কোথায় গেলো সে,
নীল পরীদের দেশে না হয়
লাল পরীদের দেশে।
না যদি পাই তোকে কোথাও
দিগ দিগন্তে চলবো,
রাএিবেলা মাঝ আকাশে
তারা হয়ে জ্বলবো।
নীভে গেলো আশার প্রদীপ
মরে গেলো মন,
বুকের ভেতর কবর খুড়ে
রাখবো আজীবন।