ফিরে আসবে বলে
পথের ধারে আশায় বসে থাকি
তোমার জন্যে আজও আমি
আশা বেঁধে রাখি।
ভুলগুলো মুছে যদি
সাজানো যেতো নতুন করে,
সাজাতাম আমি আমার জীবন
তোমায় পরিপূর্ন করে।
ভুল ছিলো কার
জানোতা তুমি,
তার পরেও গুনে গুনে
ভুলের মাসুল দিয়েছি আমি।
চলে গেছো আজ অনেক দূরে
বুকের খাঁচা শূন্য করে,
মরেন দ্বারে ঘুরে ফিরে
তুমিই আসো বারে বারে।
তোমার আশায় দ্বীপ জ্বালিয়ে
মনের উঠোন ভরিয়েছি আলোয়,
ব্যাথা ভুলে মনের ক্যানভাসে
মিছিল করে কষ্টগুলো।
বলেছিলে যাবেনা ছেড়ে
দিবেনা আমায় ফাঁকি,
তোমার জন্য আজও আমি
আশা বেঁধে রাখি।