আমার চোখে ভেসে ওঠে
         বাংলা মায়ের কবি,
     ভাবতে থাকি বসে আমি
         প্রকৃতির-ই ছবি।

     আমার চোখে ভাসে কত
         গাছ-গাছালির ছায়া,
     সে ছায়াতে লুকিয়ে আছে
         প্রকৃতির-ই মায়া।

     সাগর-নদীর জলে যখন
         জেলে জাল ছুরে,
     হরেক রকম মাছেরা সব
         লাফা-লাফি করে।

     সবুজ মাঠের মাঠ ফুরালে
         আমার সোনার গাঁ,
     সেইখানেতে হাকছে অনেক
         পশু-পাখির ছা।

     আমার চোখে ভাসে অনেক
         বাংলা মায়ের স্মৃতি,
     ইচ্ছে করে তার কোলেতে
         মৃত্যুর পরও থাকি।