বায়ান্নোতে রক্ত দিয়ে
পেলাম ফিরে ভাষা,
একাত্তরে স্বাধীন হয়ে
পূরলো মনের আশা।

মেশিনগানের গুলি সেদিন
বিধলো কত বুকে,
বীর জনতা মরল তবু
স্বাধীনতার সুখে।

পশ্চিমাদের শোষণ থেকে
মুক্ত হল দেশ,
অত্যাচার আর শোষণ তবু
হয়নি আজও শেষ।

চলছে আজো মিছিল মিটিং
মরছে হাজার প্রাণ,
এই কি ছিল রক্তে কেনা
স্বাধীনতার দান।