স্বাধীনতা তুমি অন্ধ নাকি
স্বপ্ন স্বর্গে হাটো,
আগুন লেগেছে ফাগুন ডাঙ্গায়
সুখের তন্দ্রা কাটো।

স্বাধীনতা তুমি দেখো না কেন
শোষিতের ক্ষত ক্ষোভ,
আজও বোন কান্দে ভাইয়ের জন্য
হাজারো পুত্র শোক।

স্বাধীনতা তুমি বড় বিমলিন
ধীরগতি চলে ট্রেন,
নেতার পকেটে নীতির শয্যা
ধূসর দেশ প্রেম।

জাতির রক্তে ঘাতক ব্যাধি
মুখেই সোনার দেশ,
বিজয় মাসে বিজয়ের যে আজ
তিলে তিলে নিঃশেষ।

লক্ষ্য প্রাণের বক্ষে উড়ে
ওই লাল পতাকা,
শোনরে নবীন বাজা খঞ্জন
দূর করো শূন্যতা।

স্বাধীনতা তুমি অভিমানী নও
বোধের জন্ম তুমি,
তোমার হাতেই সাজবে আবার
জননী জন্মভূমি।