সবুজ শ্যামল এ বাংলায়
আছে আগের মতই,
হারিয়ে যাচ্ছে পাখিরা সব
দিন যাচ্ছে যতই।

নাঙ্গলের পেছনে যায়না দেখা
ফিঙ্গে পাখির দল,
টোনাকে হারিয়ে টুনটুনির চোখে
ঝরছে শুধুই জল।

চৈত্রের দুপুরে যায় না শোনা
ঘুঘু পাখির ডাক,
হারিয়ে যাচ্ছে ডাহুক কোকিল
বাবুই ময়না কাক।

বাড়ির আঙ্গিনায় কামরাঙ্গা গাছে
যায়না দেখা টিয়া,
অতীত স্মৃতি ভাসলে চোখে
কেঁদে ওঠে হিয়া।

এসো তাই এদের প্রতি
দেখাই সহানুভূতি,
জীব প্রেম আর ভালোবাসা দিয়ে
পূরণ করি সব ক্ষতি।