চাঁদের মত হাসি হেসে
কোলে টেনে নেয়,
মিষ্টি মধুর কথা বলে
গালে চুমু দেয়।
নদীর মতো মায়ের হৃদয়
নীর বধি বয়,
মাকে ছাড়া হবো আমি
তিলে তিলে ক্ষয়।
চাইনা আমি সোনা, চাই না আমি রুপা
চাই যে আমার মা,
তারই জন্য ধন্য আমার
ছোট্ট সোনার গাঁ।
ত্রিভুবনে মায়ের সাথে
হয় না কোন তুল,
মাগো তুমি আমার কাছে
বেহেস্ত বাগের ফুল।
মায়ের আছল থাকতে মুড়ে
খুবেই ইচ্ছা হয়,
মায়ের দোয়া থাকলে সদা
সকল কালে জয়।
মা কথাটি মিষ্টি অতি
সর্বকালে ভাই,
চাইনা গাড়ি চাইনা বাড়ি
মায়ের দোয়া চাই।