কি অপরূপ দেশ রে আমার
কি অপরুপ দেশ,
পাহাড় নদী বন বনানী
দেখতে লাগে বেশ।

আকাশ নীলে উড়ে পাখি
উড়ে শালিক চিল,
দেয় ভরিয়ে মন যে আমার
শাপলা শালুক ঝিল।

পাখির ডানায় সন্ধ্যা নামে
প্রকৃতি ও চুপ,
দুব্বা ঘাসে শিশির ঝড়ে
ভোর সকালে টুপ।

রাতের আকাশ জোসনা ঢালে
হয়না কোন তার তুল,
খালের পাড়ে দৃষ্টি কারে
ধবধবে কাশফুল।

হারান মাঝি গান গেয়ে যায়
যায় থেকে যার রেস,
কি অপরূপ দেশ রে আমার
কি অপরুপ দেশ।

এত দেখি রূপ যে তাহার
হয় না দেখার শেষ,
কি অপরূপ দেশ রে আমার
কি অপরূপ দেশ।