বৃষ্টির দিনে অফিস যাই
সারা শরীর ভিজে,
শরীরে শুকিয়ে যায় বৃষ্টির জল
কাজের চাপে বুঝতে পারি না নিজে।

চলা চলের নিত্য সঙ্গী সাইকেলটা
রাখি অফিসের পাশে,
সারাদিন ভিজে থাকে
জল কাঁদার মাঝে।

অফিস আসি ভিজে বাসা যাই ভিজে
জন্মগত গরিব আমি,
দুর্ভাগা কপালে জুটবে কি আর
সুখের পরশ খানি।

আঁধারের পর আলো আছে
এটা সবাই জানি,
ঘুম থেকে উঠলে সকাল না উঠলে পরকাল
এটা কি আর মানি।

রাগের বসে যতই বলি
মনে কিচ্ছু নাই,
বিধাতা লিখেছেন ভাগ্য আমার
এটাই গেয়ে যাই।

বৃষ্টির দিনে সাবধানে চলি
শরীর না যায় যেন ভিজে,
অসুখ হলে ডাক্তার মশাই
সঞ্চয় নেবে চুষে।