দূর ওই আকাশের তলদেশ থেকে,
                  পড়ছে জলের ফোটা ।

মাটিতে বারমুডা ঘাসের আগালে,
                   জমছে বিন্দু জলের ফোঁটা ।

পা ফেলে চলিয়ে যেতে, পারিনা গো আমি ওঠা,
            জমছে পায়ে বিন্দু বিন্দু, জলের ফোটা ।।



তখন গায়ের লোমগুলো একেবারে খাড়া খাড়া ভাবে দাঁড় হয়ে যায়,

    যখন ধোঁয়াশা সম্মিলনে বাতাস বয়ে যায় ।

না খাটলে খেতে পাবি না মরতে হবে অনাহারে,

   পেটের জ্বালা বড় জ্বালা খাটতে হবে দিনে রাতে ।

কৃষক বন্ধু চলে যায়, এ ঘাস ও ঘাস পা দিয়া ,

   পা তারে বলে, আমি কেন শূন্য হইয়া ।



এ পারেতে গরু-ছাগল ও পারেতে মাঠ ,

    কেমন করে পার হইবো ভরা নদী জলের মাঠ ।

ঠান্ডা ঠান্ডা ঠান্ডা লাগিছে, শীতকালে তো ঠান্ডা লাগিবে,

     নাকো লাগিবে গরমের আ, গরমের আ ।।