মা তোমার কথা শুনে আমি কাঁদলাম অনেক বেশে,
এ কি সাজে সাজ করেছো মা,
মা তোমার ছেলে অন্যের কথায় ব্যাঙ এর নাচে নাচ করিতেছে ,
এ কি হলো মা, এ কি হলো ।।