জীবনে চলার পথে পেয়েছি শত শত বন্ধু,
কখনো হয়নি কেউ সোনার টুকরার বন্ধু।
যাচ্ছিলাম স্কুল, আসছিলাম বাড়ি,
বন্ধু আমার, যেন হৃদয়ের বাড়ি ।
ছাড়ো না গো, তুমি আমারে না তো হয়ে যাব শেষ,
কাছে আছো বলে মনে হয় সব বেশ ।
সুনামি আসুক, তুফান আসুক, আসুক ঝড় বৃষ্টি আর,
দুজন মিলে পথ চলব হাত ছাড়বো না কখনো আর ।
সুখ দুঃখ মিলে কাটাই একসাথে,
আসেনা আর সেই কষ্ট আবহাওয়ার সাথে ।
বন্ধু থাকে পাশে, মন থাকে সুখে,
অন্ধকারের রশ্মিতে জীবন যেন নতুন রূপে ।।