আকুম বাকুম করে পাখি, আকুম বাকুম করে,

মানুষ ভালোবেসে তাদের লালন পালন করে ,

ঝাঁক বেঁধে উড়ে বেড়ায় আকাশের তলদেশে,

তীক্ষ্ণ চোখে দেখিতে পায়, ছোট ছোট সরিষার দানা সে,

আকুম বাকুম করে খায় সে, আকুম বাকুম করে খায় ।।