নারী তুমি মহান মানব
থাকে উত্তম চরিত্র,
অবৈধ সম্পর্কে না জড়ালে
নারী তুমি পবিত্র।

হও ইসলামের পথে অনুসারী
তুমি দ্বীনদারী নারী,
পর্দার আড়ালে থাকলে তুমি
পুলসিরাত দিবে পারি।

নারী তোমাকে দেওয়া হয়েছে
অসীম ক্ষমতার দাবি,
তুমি আবেগ মমতার ভাণ্ডার
বিশ্বাস ভাঙ্গার চাবি।

বিশ্বাস দিয়ে করতে পারো
পুরুষের মন জয়,
আবার বিশ্বাস ভেঙে করো
পুরুষের জীবন ক্ষয়।

লোভে পরে নারী তুমি
করেছো কত রঙ্গ,
একদিন তুমি শেষ হবে
দিবে না কেউ সঙ্গ।