স্মৃতিরা আজ ডাকছে আমায়
কান্না করি রোজ,
ভালোবাসার কাফফারা দিতে
বুকে ব্যথার ভোজ।
আমার কাছে যত্নে থাকে
তোমার দেওয়া স্মৃতি,
তোমার কাছে অবহেলিত
আমার সব অনুভূতি।
আমার কাছে বিশেষ তুমি
অনুভূতিগুলো দামি,
তোমার প্রতি ভালোবাসা
কেবলই পাগলামি।
বইয়ের ভাঁজে গোলাপ শুকায়
আবেগগুলো তাজা,
ভালোবাসি বলেই বোধহয়
পেয়েছি করুণ সাজা।
তোমার কাছে অতীত আমি
ভুলে গেছো স্মৃতি,
তোমার দেওয়া স্মৃতি নিয়ে
আমি বেঁচে আছি।
তোমার স্মৃতি কুড়াই আমি
ভাবনায় থাকি ভালো,
তুমি আমার হও বা না হও
অনেক ভালো থেকো।