ভালো লাগে তোমার হাসি
লাগে তোমার চাহনি,
তোমার প্রেমে মুগ্ধ আমি
এটা তুমি শুন নি।

তোমার কণ্ঠে সু মিষ্টি সুর
লাগে আমার ভালো,
আধার রাতের জোছনা লাগে
তোমার রূপের আলো।

তোমার গুণে তোমার ছন্দে
মুগ্ধ আমি বেশ,
কাজল কালো আঁখি তোমার
দীর্ঘ তোমার কেশ।

ভালো লাগে তোমার বানি
ভালো লাগে আঁখি,
দুই পারে তে আমার হই ও
দিও না কখনো ফাঁকি।

উপন্যাসে শেষ হবে না
ভালো লাগার কথা,
আমি কবিতায় জানিয়ে গেলাম
ছোট্ট খানি বার্তা।