সুখ না হয় দুঃখ দিও
যেওনা কখনো ছেড়ে,
অন্যের না হয়ে আমার থেকো
হৃদয় কল্প জুড়ে।
মনগড়া কিছু নিয়ম দিও
দিও কিছু আইন,
তোমার নিয়ম ভঙ্গ হলে
করো আমায় ফাইন।
একটু খানি স্বপ্ন দিও
দিওনা কখনো আমায় ধোঁকা,
আমার হৃদয় কল্প জুড়ে
তোমার নাম লেখা।
তোমার নিয়মে সংসার গড়ো
করবো নাহি বারণ,
আমার হয়ে থেকে যেও
খুঁজো নাহি কারন।