একাকীত্বেই মিছিলে আমি
সাহসী এক নেতা,
কলিজা পুরে, চোখ ভিজে
প্রকাশ্যে যায়নি দেখা।
নিজের সাথে করছি লড়াই
পায়নি কারও সঙ্গ,
একাকীত্বেই জড়িয়ে রয়েছে
আমার প্রতিটা অঙ্গ।
নেতাকে হতে হবে সাহসী
যাবেনা কখনো ভাঙ্গা,
ভিতর দিয়ে রক্ত ঝরলেও
বাহিরটা থাকবে চাঙা।
সবার মতো ভেঙ্গে পড়লে
সাহস দিবে কে!
নেতা ছাড়া লিড হবে না
একাকীত্বের মিছিলে।