ফিরে এসো সুরঞ্জনা
মনের কেবিনে।
তোমায় নিয়ে যেতে চাই
শেষ না হওয়ার পথে।

পারবে না কেউ আলাদা করতে
আমাদেরকে দুই পারে।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি
এই রূপকথার শহরে।

তোমায় নিয়ে বাঁধবো ঘর
করতে পারবে না আমাদের পর।
স্নিগ্ধ প্রশান্তির বাতাস মনে
আমার হয়ে থেকো আজীবনে।