ছুঁতে তোমায় নাহি পাই
আছো তুমি দূরে,
অনুভবে তোমায় দেখি
যেন আমার কাছে।

গুণবতী, রূপবতী
লম্বা তোমার কেশ,
নরম, ভদ্র, সুশীল মেয়ে
লাগে তোমায় বেশ।

নৈতিকতা তোমার মাঝে
কুর্‌আন তুমি মানো,
পর্দা বেশে তুমি চলো
নিয়ম কানুন জানো।