দিবানিশি হিয়া আমার
তোমার জন্য কাঁদে,
কার প্রেমেতে মজেছো তুমি
আমায় একাকী করে।
কোন গ্রহের চাঁদরে তুমি
কার ঘরে দাও আলো,
নিঃসঙ্গ তা উপহার দিয়ে
কাকে রাখছ ভালো!
আমায় তুমি ভুলে গেছো
মনে পড়েনা এখন,
স্মৃতিগুলো জাগ্রত হলে
কষ্ট পাবে তখন।
রোজ-ই নিতাম তোমার খবর
এখন হয়না কথা,
তোমার স্মৃতি আঁকড়ে বাঁচি
ভালোবাসি যথা।