এই হৃদয়ের গহীনে তুমি
এঁকেছিলে স্বপ্নলতা,
দুটি মনে প্রবাহিত হয়েছিল
ভালোবাসার বুনোলতা।

রঙিন স্বপ্নে কেটেছে মোদের
কতগুলো প্রহর,
নিজেদের স্বপ্নে মেতেছি মোরা
রাখিনি কার ও খবর।

আমাদের এই দুটি দেহ
একটি যেন প্রাণ,
ভালোবাসার জলে ডুবেছি মোরা
লাগেনি কারও ক্রান।

কাতর কণ্ঠে বলেছিলে তুমি
সবার মতো আমি না,
হাতে হাত রেখে পার হবো
জীবনের শেষ প্রহরতা।

দিয়েছিলে ওয়াদা তুমি আমায়
কখনো যাবেনা ছেড়ে,
সেই তুমি কোথায় আছো
আমায় একাকী করে।

বদলে গেছো সেই তুমি
মনে পড়েনা আমায়,
স্মৃতিকথা আমি মনে করে
ভুলে যাইনি তোমায়।