দেখিনু আমি তোমার রূপ
তবুও লাগে মায়া,
আশেপাশে যেনো ঘুরে
তোমার চিত্রের ছায়া।

কল্পরাজ্যে তোমার কায়া
হৃদয় শুধু ডাকে,
আছো তুমি অনেক দূরে
মনটা নাহি বুঝে।

স্বপ্নপরীর মতো তুমি
সুমিষ্টি তোমার সুর,
তোমার গানে হিয়া থেকে
বিষন্নতা দূর।

তোমার গুণে মুগ্ধ আমি
লাগে তোমায় ভালো,
সারাজীবন আমার হয়ে
হৃদয় করো আলো।