আমি তোমার প্রেমের আগুনে দগ্ধ,
দাবানলের মতো হৃদয় পুরে স্তব্ধ।
কেউ পারবে না এই হৃদয়ে সার্জারি,
এই হৃদয় লইছো কিনে তুমি সুন্দরী।
এই চারণ ভূমিতে কেউ পারেনা আবাদ,
তুমি হীনা এই ভূমিতে চাষ বরবাদ।
তোমারই পরশে এই ভূমি উর্বর,
লাগে না যাওয়া অন্য কারো দার।
তোমারই যত্নে ফসলের বাম্পার ফলন,
তোমারই অবহেলায় এই ভূমির পতন।
ভূমিতে ফুলের সুগন্ধে ছড়াচ্ছে রং,
শুভ্র আবহাওয়া মনে বাজছে ঢং।
ভালো কিছু পেতে হলে লাগে অধিক যত্ন
পরিশ্রমে মিলবে দেখা চূড়ান্ত রত্ন।
চৈত্রের খড়ায় ভূমিতে দেখা দিলে ফাটল
পানি দিয়ে নিভিয়ে করবে তুমি অটল।