পৃথিবীর সমুদয় সৌন্দর্য খুঁজে পাই
তোমার মাঝে অপরূপা,
তুমি যেন বিধাতার হাতে সৃষ্টি
অপূর্ব এক আলপনা।
তোমার সাথে নেই কারো তুলনা,
তুমি অপূর্ব অন্যনা।
তোমার হাসি যেন সকালের রোদ্দুর
আনন্দে দিন উঠে ভরপুর,
তোমার হাসিতে দূর হয় দুঃখ-ক্লান্তি
তখন লাগে দুনিয়াটা শান্তি।
তোমার হাসি আমার শ্রেষ্ঠ উপহার
যা কখনো নয় ফুরাইবার।
তোমার চক্ষু যেন পদ্ম ফুলের মতো
যতবার তাকাই ততবার মুগ্ধ,
চক্ষু যেন সাত সমুদ্রের ঢেউ খেলে
কূল হাড়িয়ে পাই না খুঁজে।
তোমার দীর্ঘ কাজল মনোহারী কেশ
দেখতে তোমায় লাগে বেশ,
খোলা চুলে তোমায় যেন লাগে পরী
তুমি অপরূপা সুন্দরী।
তোমার কণ্ঠ নয় যেন কোকিলের সুর
মনে বাজে যেন রাত দুপুর।
কোকিলের সুরে তুমি কহ কথা
মুছে যায় আজীবনের ব্যথা।
সেলাই বিহীন ছয় গজ শাড়ীতে
অপরূপ লাগে তোমাকে।
শাড়ীতে তুমি পরীর চেয়ে বেশি সুন্দরী
অপূর্ব সুন্দর অপরূপা তুমি।