স্বপ্ন আমরা দেখেছিলাম
ভালোবাসার মিলনে,
হাজার পথ যে পাড়ি দিবো
চেয়েছিলাম দুজনে।
জীবন জুরে ছিলো আশা
আমরা একসাথে থাকবো,
দুজনের স্বপ্ন জীবন ভর
আমরা দুজনে রাখবো।
স্বপ্ন ছিলো বাঁধবো যে ঘর
সংসার উঠবে গড়ে,
খুনসুটিতে পার করবো তাই
নিজেদের তরে।
সংসারের যত জটিলতা
ভাগ করে নিবো,
জীবনে আমরা শেষ অব্দি
আপন হয়ে থাকবো।
রূপকথার মতো কাটবে
আমাদের এই ঘর,
সংসারেতে ভরে উঠবে
আনন্দের ই বর।
সময়ের-ই ব্যাবধানে
নেই ভাবনার গতি,
আজ তুমি হারিয়ে গেছো
এটাই মোদের নিয়তি।