তুমি এসেছিলে দিনেদিনে, অবনী
হয়েছিল রঙিন,
সত্তা হয়েছিলো ব্যাকুল, মনটা
হয়েছে বড় আকুল।
ঢের বছর হয়নি মূর্তিমান্, চাইলে
দিতে পারো প্রতিদান।
এসো না সান্নিধ্যে, পূরণ করিয়া দাও
তোমারই কল্প ভুবনে।
চাহিয়া রই তোমার পানে, মিলবে কি
বসুধায় তোমার দর্পণ।
দীর্ঘ দিবসের প্রতীক্ষা, বেড়ে ই
চলেছে তীব্র আকাঙ্ক্ষা।
শত বুঝিয়েও পারিনি পরমাত্মাকে
বন্দী করিয়া রাখিতে।
মন ছুটে যায় দিবায়, যদি মিলিয়ে
যায় তোমারই দর্শন।
কিভাবে মানিব? ঈক্ষণ করিব,
মদীয় অপ্সরার লোচনে।
নিজ সত্তা করিবেনা অবলম্বন,
আত্মা হইবে ঢের পরিমার্জিত।
অন্ধকার আচ্ছন্ন জীবন, কাব্যর
ছোঁয়ায় করিব প্রাণবন্ত।
ললাটের নানান টিপের সংমিশ্রণে
কাব্য হয়েছে অনুরাগী।
সেথায় হয়েছে সূচনা কাব্যের উদ্ভব
নিবিষ্ট সূত্রপাত।
কখনো কালো, কখনো নীল, কখনো
বা হলদু রঙে ঘেরা
অলীক হয়েছে দীপ্তমান, কাব্যকে
করেছে উন্মাদ।
যদি হয় প্রত্যক্ষীভূত, আমিত্ব হবো
সেরা স্বাচ্ছন্দ্য।