মানুষের পিছু হাঁটে যে ছায়া
মায়ার পিছু মানুষ,
এভাবে রোজই হারিয়ে যাচ্ছে
আনন্দের - ই ফানুস।
নিকোটিনে থাকে নেশা
মায়ায় থাকে তেমন,
একদিন তুমি চলে গেলে
খুঁজবে না কেউ এমন।
মানুষ হারায় বদলায় রোজ
পরিবর্তন অভ্যাস,
নিজেকে সে হারিয়ে হয়
মায়া নামক এক দাশ।
মায়া একটি বিষাক্ত রোগ
করে জীবন বিয়োগ,
দুঃখ-কষ্টে, বিষন্নতা
করে মায়া নিয়োগ।
ভাটার ন্যায় পুরে যে হিয়া
মায়ায় জরিয়ে পরে
ধীরে ধীরে নিঃশেষ হবে
এই মায়ার-ই কলে।
অশুভ লগ্নে নেত্রজল
মায়ার ই এটি দান,
নিজকে শক্ত না করিলে
ক্ষয় হবে যে জান।