ভালোবাসা পবিত্র সম্পর্ক
করতে হয় না বাধ্য,
ভালোবাসা পৃথিবীতে দামি
স্পর্শ করতে লাগে সাধ্য!

ভালোবাসা দিয়ে জয় করা যায়
পাহাড় -পর্বত,  দুর্গ,
তাইতো এই ভুবনে ভালোবাসা
সবকিছুর থেকে উদ্ধ।

ভালোবাসার রঙে রঙ্গিন হয়
মহান যতসব কীর্তি,
এই জীবনে ভালোবাসার স্পর্শ
অন্যতম এক অনুভূতি।

স্বার্থের কারনে হারে ভালোবাসা
তবুও করি মিছে আশা,
সত্যিকারে কখনো পাই ভালোবাসা
অযোগ্য বলে দেইনা বাসা।

এই ভূবণে ভালোবাসা অভিশাপ
এই নক্ষত্রকে স্পর্শ করা পাপ,
ভালোবাসার ফাঁদে হারিয়ে তাঁকে
জীবন বুঝছে এর তাপ।

অর্থ-বিত্ত,সৌন্দর্য, কণ্ঠ, স্মার্টনেস
পারেনি হিয়া স্পর্শ করতে,
মোদের হিয়া ভালোবাসার অভাবে
চিৎকার করে কাঁধে।

স্বার্থের নিশাচারে আমরা উন্মাদ
সবসময় ভেবেছি নিজেকে,
অন্যকে ঠকাতে আমাদের হৃদয়
নির্ণয় ন বাঁধে।