বৈষম্য, অনাধিকার, শোষণ, নির্যাতন
সাতচল্লিশের পর বাঙালি করছে বরণ।
ভাষার জন্য দিয়েছে রক্তের দাম
ইতিহাসে একমাত্র বাঙালি জাতির নাম।

চুয়ান্ন তে একুশ দফা,ঊনষাটে মৌলিক গণতন্ত্র
ছেষট্টি র ছয় দফা তে ও অধিকার থেকে বঞ্চিত।
ঊনসত্তরে গনঅভ্যুত্থানে পায়নি অধিকার ফিরে
ওদের নিয়মে দেশ চলে আমাদের শোষণ করে।

সত্তরের নির্বাচনে জয়ী বাঙালি জাতি
ক্ষমতা না দিয়ে করে ছলচাতুরী।
গোল টেবিলের নামে ওরা করে কারসাজি
পঁচিশের মার্চ রাতে দেখায় ভেলকিবাজি।

শুরু হলো স্বাধীনতার যুদ্ধের লড়াই
ত্রিশ লক্ষ মানুষ মেরে করতে পারে নাই বড়াই।
নারী, শিশুদের ওপর করছে নির্যাতন
ষোলই ডিসেম্বরে ওদের পতনের কারণ।
বীর বাঙালির রক্তে হলো স্বাধীন
ষোলই ডিসেম্বর বাঙালির বিজয়ের দিন।