বঙ্গ দেশে জন্ম আমার
বঙ্গ আমার প্রাণ,
সুবজ শ্যামল এদেশ আমার
ফুলের মতো ঘ্রাণ।

উঁচু পাহাড় নদীনালা
বঙ্গ মায়ের জান,
হাওর-বাওর খেতের ফসল
সবই খোদার দান।

জ্ঞানী গুণী আছেন যারা
ছড়ায় তাদের জ্ঞান,
আধার মনে আলো ঢেলে
করছে তারা ধ্যান।

হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীস্টান
সবার ই এক গান,
সবাই শুধু বঙ্গ দেশের
উজ্জ্বলতা চান।