তুমিহীনা  আমার শহর
ধুলো নিয়েছে দখলে,
তোমার শহরে অন্য কেউ
আমি মজনুর দলে।

আমার রাজ্যে মরুভূমি
ধুধু করছে মাঠ,
তোমায় ঘিরে আমি শিখতাম
নিত্য নতুন পাঠ।

আমার চোখে পানি দেখলে
হইতে বেমাতাল,
আজ একা কান্না করি
নেই  যে উন্মাতাল।

তারা গুনতাম যে আকাশে
সেখানে আমি একা,
চাঁদটি আমায় জিজ্ঞেস করে
প্রিয়া দেয়নি তো দেখা?

চাঁদটি বুঝে গিয়ে বলে
বেইমান যে  তোর প্রিয়া,
তোর জীবনে বড় ভুল
বুঝিস নি তার হিয়া।