আত্ম চিৎকারে গগন কাঁপে
আওয়াজ পায়নি শুনতে,
হৃদয় ভাঙ্গে ধুম রে মুচড়ে
খবর রাখে না জানতে।

হৃদয়ের মাঝে বয়ে ঝড়
একাকী কাটে প্রহর,
বিষন্নতা আমায় টানছে
রাখে নি আমার খবর।

বাম পাঁজরে তে উঠে ব্যথা
ডক্টর পারেনা কমাতে,
হৃদয়ের দহন কীভাবে মিটে
বিধি জানে সারাতে।

হতাশা আমায় গ্রাস করে
হৃদয়ে বাড়ে জ্বালা,
রক্তের স্রোত হৃদয়ে বয়ে
অন্তর পুরে কালা।