তার আঁখিতে হয়ে গেছে
কাফন ছাড়া দাফন,
তাকে ছাড়া এই ভুবনে
লাগে না আর আপন।

তাকে দেখলে মনে হতো
আমার- ই ভুবন,
অনন্য ফুলের মাঝে তাকে
আমার প্রয়োজন।

ফুলটি আমার সবার সেরা
হিরা তুল্য দামি,
তাকে আমি লিখে দিয়েছি
হৃদয় সব খানি।