সেই তুমি
মোঃ শরিফুল ইসলাম আশিক (আসিফ)

তোমাকে দেখার বড় স্বাদ জাগে।
একটি পলকের জন্য তোমায় হারাতে চাই না।
জনম জনম পাশে রাখতে চাই ছায়ার মত।
তোমার সেই মিষ্টি হাতের রান্নার স্বাদ নিতে চাই।
যা তুমি অঙ্গীকার করেছ।
তুমি মিষ্টি হাসি দিয়ে ভুলিয়ে দিবে সকল কষ্ট।
তুমি ভালোবাসা দিয়ে বুলিয়ে দিবে সকল অভিমান।
আভিমানী এই জীবনে একটু মায়ায় জরিয়ে দিও।
তোমার চোখের ওই কাজলের কালো রেখায় আমি হারিয়ে গেছি।
আমি হারিয়ে গেছি তোমার গোছালো চুলের খোপায়।
যা হিজাবের নিচে লুকায়িত।
তোমার মায়াবির কন্ঠের প্রেমে পরে গেছি।
যেথায় অনবরত কুকিলের কন্ঠের মতো মুক্তা ঝরে।