সমালোচক
মোঃ শরিফুল ইসলাম আশিক (আসিফ)
সমালোচক আছে বলেই
নিজের অস্তিত্ব খুঁজে পাই
আমি পথিক চলার পথে
বারবার পথ হারিয়ে যাই
হারানো পথ থেকে উদ্ধার করে
কিছু সমালোচক ভাই
তারা আছে বলেই নিখুঁত ভাবে
নিজেকে জানতে পাই
নিজেকে জানা আশপাশ চেনা
সবই যে তাদের অবদান
আবদান রাখতে নিজেকে দিচ্ছে
ধিক্কা, অপমান
অন্যকে অপমানের নেশা তাদের মগ্ন করে
শকুনের মত থাবা দেয় একটু ভূল যদি ধরে।