বিকৃতি সমাজ
মোঃ শরিফুল ইসলাম আশিক (আসিফ)
পষুত্বের শৃঙ্খলা থেকে আজও নিজেকে মুক্ত করতে পারি নাই।
দুষিত বাতাস, কালো মেঘ আবার ঘন ঘন বিদ্যুৎ চমকায়।
কারোর আবার হিংসুকের করাল গ্রাসে আবদ্ধ করে রেখেছে।
সতেজ নির্মল বায়ু যে আছে অনেকে সেটা ভুলে গেছে।
কখনো বা আবার পায়ের নিচের কুন্ঠিত মাটি পর্যন্ত সরে যায়।
তখন কোয়াশা ডাকা নিষ্টুর প্রভাতের অপার্থিব গর্জনে মত।
হা হা কার বিতরে গর্জে উঠে এই বুঝি পশুদের ভয়ংকর থাবা আসল।.
তার মধ্যেই আবার নতুন আশার সঞ্চয় হয় বিক্ষিপ্ত ভাবে।
যে মনে হয় আগ্রাসন থেকে বুঝি এবার রেহায় মিলবে।
কিন্তু সেথায় বরং নিশিত দিবা স্বপ্ন বৈকি আর কিছু নয়।
কারণ হিংস্রতা যে প্রকাশে, গোপনে করাল ভাবে গ্রাস করেছে।
আবার কিছু কিছু পন্ডিতেরা নিজেদেরকে রাজ্যহীন রাজা ভাবতে শুরু করে।
কিন্তু তারা জানেই না তারা যে কত নিকৃষ্ট, মনুষ্যত্বহীন।
আবার অনেকেই তো আছেন নিজেদের অস্তিত্বের দাবী করে।
বরং তারা সর্বকালের, সবর্ত্র নিকৃষ্ট জীব বিতরে
বিতরে তারা নিকৃষ্ট পশু বলে সৃকৃত।