উৎ পেতে হায়না
মো: শরিফুল ইসলাম আশিক (আসিফ)
চেনা শত্রুর গুলো পেতে থাকে উৎ,
আড়ালে দেখাবে তাদের যত অতুত প্রতুত।
পেছন থেকে আপনাকে দিবে বাশ,
সামনে থেকে তার ঠাস ঠাস।
বন্ধুত মনোভাব নিয়ে আসবে কাছে,
পিছন থেকে তারা নানা রং ঠাসে।
মধু মাখা হাসি নিয়ে কাছে এসে
সমালোচনায় গা দিবে তারা ভেসে।
উত পেতে থাকা শকুন হায়না
তদের কি আর সহ্য হয়না।
দিবে যখন এত বাশ
পিছন থেকে নয় সামনে থেকে আস।