বখাটে ছেলে
মোঃ শরিফুল ইসলাম আশিক( আসিফ)

আজ পথে ঘটে তেপান্তরে,
বখাটেদের আস্তানা।
ইভটিজিং আর খারাপ নেশায়,
তারপরও তারা শান্ত না।
সমালোচনা বেশে রূপ নেয় ঘরে,
ভয়,ভীতি,সম্মান নেই অন্তরে।
যাকে পায় তাকে খাই,
হোক সে গুনীজন।
স্নেহ ভাজন, শিক্ষক, গুরু
কাওকে মনে না তারা।
সুযোগ পেলে দেখায় চরম,
মনুষ্যত্ব বিহীন পশু তারা।
যেই গুরুজন দেখায় তরে,
আলোর পথের দিশা।
“তুই” বলে সম্বোধন করস তাকে,
আলো ছেড়ে আশা।
বখাটেরা আজ চরম রূপে,
ফেলছে যে প্রভাব।
নেশা পানি খেয়ে দংশ হচ্ছে,
তাদের স্বভাব।